back to top

বিশ্বকাপ জিতে রেকর্ড প্রাইজমানি ভারতের, বাংলাদেশ কত পেল?

প্রকাশিত: ০৩ নভেম্বর, ২০২৫ ০৭:২১

নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো শিরোপা জিতেছে ভারত। গতকাল নবি মুম্বাইয়ে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে ভারত ৫২ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে।

এই ঐতিহাসিক জয়ে ট্রফির সঙ্গে বিশাল অঙ্কের অর্থ পুরস্কারও পেয়েছে ভারতীয় দল।

এবারের নারী বিশ্বকাপের মোট পুরস্কার তহবিল ছিল ১৩.৮৮ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৩ কোটি টাকা)।

এটি ২০২২ সালের নারী বিশ্বকাপের চেয়ে প্রায় চার গুণ বেশি এবং পুরুষদের ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পুরস্কার (১০ মিলিয়ন ডলার) থেকেও বেশি।

চ্যাম্পিয়ন হিসেবে ভারত পেয়েছে ৪৪ লাখ ৮০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ কোটি টাকা।

২০২২ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল মাত্র ১.৩২ মিলিয়ন ডলার, অর্থাৎ ভারতের এবারকার পুরস্কার বেড়েছে প্রায় ২৩৯ শতাংশ।

রানার্স-আপ দক্ষিণ আফ্রিকা পেয়েছে ২২ লাখ ৪০ হাজার ডলার (প্রায় ২৫ কোটি টাকা)।

সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল পেয়েছে ১.১২ মিলিয়ন ডলার করে। পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দল দুটি পেয়েছে ৭ লাখ ডলার, আর সপ্তম ও অষ্টম দল পেয়েছে ২ লাখ ৮০ হাজার ডলার করে।

সব দলই অংশগ্রহণ ফি হিসেবে পেয়েছে ২ লাখ ৫০ হাজার ডলার, পাশাপাশি প্রতিটি গ্রুপপর্ব জয়ের জন্য অতিরিক্ত ৩৪,৩১৪ ডলার।

বাংলাদেশ এবার লিগ পর্বে তিন পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে শেষ করেছে। অবস্থান অনুযায়ী বাংলাদেশ পেয়েছে ২.৮ লাখ ডলার, আর একটি জয়ের জন্য আরও ৩৪,৩১৪ ডলার।

সব মিলিয়ে বাংলাদেশ দল পেয়েছে মোট ৫ লাখ ৬৪ হাজার ৩১৪ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৯০ লাখ টাকা।