চট্টগ্রামের পটিয়া উপজেলার বাদামতলের কিছু দুরে নয়াহাট এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ফজিলাতুন্নেছা (২৮)নামের এক নারীর মৃত্যু হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ৮টায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে বাসচাপায় তার মৃত্যু হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, মো. আলিমুজ্জামান সুজন (৩১)নামের মোটরসাইকেল চালক চট্টগ্রাম থেকে বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা করছিলেন। তাঁর সঙ্গে মাঝখানে বসা ছিল ছেলে হুমায়ের হাম্মাদ (৬) এবং পেছনে স্ত্রী ফজিলাতুন্নেছা (২৮)।
পথিমধ্যে সামনের একটি লেগুনা হঠাৎ ব্রেক করলে মোটরসাইকেলও থামে। হঠাৎ থামার কারণে পেছনের সিটে থাকা ফজিলাতুন্নেছা রাস্তার উপরে পড়ে যান।
তৎক্ষনাৎ পেছন দিক থেকে আসা একটি লন্ডন এক্সপ্রেস বাস তার মাথার উপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেল চালক আলিমুজ্জামান ও ছেলে সুস্থ রয়েছেন। নিহত ফজিলাতুন্নেছার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর থানায়। তার স্বামী নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডে কর্মরত।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বাসটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন।


