দক্ষিণ এশিয়ার একমাত্র মংৎস্য প্রজননন ক্ষেত্র হালদা নদীতে টানা দুইদিনব্যাপী বিশেষ অভিযান চালিয়েছে রাউজান উপজেলা মৎস্য দপ্তর। অভিযানে ২১ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) থেকে শুরু হওয়া এ অভিযানের নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোফাজ্জেল হোসেন।
তিনি জানান, গত শনিবার রাত ১১টা থেকে ভোর পৌনে ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে ৮ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়।
আরও পড়ুন
গতকাল রবিবার রাত সাড়ে ৯টা থেকে আজ সোমবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত নদীর রামদাশ হাট থেকে নাঙ্গলমোড়া ভাঙ্গা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে আরও ১৩ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়।
তিনি আরও জানান, হালদা নদীর প্রাকৃতিক প্রজননক্ষেত্রের সুরক্ষা ও সংরক্ষণে রাউজান উপজেলা মৎস্য কর্মকর্তা দপ্তর সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।
জব্দকরা জালসমূহ হালদা নদীর অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পে সংরক্ষণ করা হয়েছে। যা পরবর্তীতে পুড়িয়ে বিনষ্ট করা হবে।


