back to top

বাগীশিক সুয়াবিল ইউনিয়ন সংসদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ০৩ নভেম্বর, ২০২৫ ১২:২০

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) ফটিকছড়ি উপজেলা সংসদের আওতাধীন সুয়াবিল ইউনিয়ন সংসদের ত্রিবার্ষিক সম্মেলন ২ নভেম্বর শ্রী শ্রী ফুলেশ্বরী কালী মন্দিরে অনুষ্ঠিত হয়েছে।

মাস্টার পার্থ ঘোষের সঞ্চলনায় রুবেল ধরের সভাপতিত্ব সম্মেলনের উদ্ভোধন করেন ফুলেশ্বরী কালী মন্দিরের সাধারন সম্পাদক অর্জুন নাথ।

প্রধান অতিথি ছিলেন বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সভাপতি মানস চক্রবর্তী। প্রধান বক্তা ছিলেন সাধারন সম্পাদক মাস্টার লিটন মহাজন,বিশেষ অতিথি ছিলেন মাস্টার রনজিত চক্রবর্তী,মাস্টার দেবাশীষ দেব,ডা.মানিক দেবনাথ,সেবা সংঘের সভাপতি ডা.মিলটন দে, উজ্জ্বল নাথ, আদিত্য সৈকত, উজ্জ্বল দেব, লিটন দে,মাস্টার অনুপম ভট্টচার্য,ফটিকছড়ি পুজা পরিষদের অর্থ সম্পাদক জয় পদ চন্দ,ইউপি সদস্য সাধন চৌধুরী,ইউপি সদস্য মিন্টু চৌধুরী,রুবেল বিশ্বাস,দয়াল দে,সনজয় সিকদার,জনি কুর্মি,শ্রীমতি বিউটি দে, শ্রীমতি দীপ্তি দে,শ্রীমতি নিপা দে প্রমুখ।

শুরুতে গীতা পাঠ করেন গীতা স্কুলের শিক্ষার্থী শ্রী মানী অর্পিতা শীল।

বক্তারা বলেন, গীতা শিক্ষা প্রসারের মাধ্যমে সমাজে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে বাগীশিক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ফটিকছড়ি উপজেলাতেও এ কার্যক্রমকে গতিশীল করতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের মতামতের প্রেক্ষিতে বাগীশিক সুয়াবিল ইউনিয়ন সংসদের কার্যকরী পরিষদ (২০২৫-২০২৮)-এর লিটন দে কে প্রধান উপদেষ্টা। সভাপতি সনজয় সিকদার ও সাধারণ সম্পাদক হিসেবে জনি কুর্মী নির্বাচিত হয়েছেন।

সহ সভাপতি পদে আবেশ দাশ, সুমন নন্দী, পল্লব দে, সাংগঠনিক সম্পাদক নয়ন চক্রবর্তী, সহ সাংগঠনিক সম্পাদক রানা কুর্মী, অর্থ সম্পাদক বাবন বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব সেন, শিক্ষা বিষয়ক সম্পাদক অজয় সাহা, গীতা বিদ্যাপীঠ সম্পাদক অপূর্ব দে, ত্রান ও পূনর্বাসন সম্পাদক শ্রীযুত রাজন দাশ, হিসাব নিরীক্ষা সম্পাদক শুভ দাশ, নির্বাহী সদস্য ছোটন নন্দী, অমিত নন্দী, মতি নিপা দে, মতি দীপ্তি দে নির্বাচিত হয়েছেন।