back to top

কর্ণফুলীতে ডোবায় মিলল অজ্ঞাত নারীর লাশ

প্রকাশিত: ০৩ নভেম্বর, ২০২৫ ১৩:৪২

কর্ণফুলীর শিকলবাহার একটি ডোবা থেকে অজ্ঞাত এক নারীর (৩০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ নভেম্বর) দুপুর ২টার দিকে শিকলবাহার বেল্লাপাড়া এলাকার ধানখেতের পাশে একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহেদুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, ধানখেতের পাশে একটি ডোবায় অর্ধগলিত লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এটি হত্যা নাকি অন্যকিছু খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পরিচয়ের সন্ধানে পুলিশ কাজ করছে।