back to top

কর্ণফুলী থানার ৭ মামলার সাজাপ্রাপ্ত আসামি বাকলিয়ায় গ্রেপ্তার

প্রকাশিত: ০৪ নভেম্বর, ২০২৫ ১৩:৪৭

চট্টগ্রামের কর্ণফুলী থানার সাতটি মামলার সাজাপ্রাপ্ত আসামি মো. ইলিয়াছ (৪৫)কে নগরের বাকলিয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত সোমবার রাত ৮টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয় বলে তথ্য নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম।

গ্রেপ্তার ইলিয়াছ শিকলবাহা ইউনিয়নের বকসু সওদাগরের বাড়ির হাজী বকসু সওদাগরের ছেলে।

পুলিশ জানিয়েছে, ইলিয়াছের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মোট সাতটি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় তিনি যথাক্রমে পাঁচ মাস, ছয় মাস ও এক বছরের সাজাপ্রাপ্ত। বাকি মামলাগুলোর সবগুলোতেই গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) রয়েছে।

ওসি মো. জাহেদুল ইসলাম বলেন, “সাত মামলার আসামিকে বাকলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”