টেকনাফে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যৌথ মাদকবিরোধী অভিযানে ২১ হাজার ২০০ পিস ইয়াবাসহ এক টমটম চালককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে এই অভিযান পরিচালনা করা হয়। আটক চালকের নাম মো. কবির (৩৫)। সে একই উপজেলার হোয়াইক্যং রইক্ষ্যং এলাকার বাসিন্দা আব্দুল মালেকের ছেলে।
উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন
তিনি জানান, মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের আওতাধীন হোয়াইক্যং উনচিপ্রাং বিওপি টহলদল এবং সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের ২৯ ডিভিশন লোকেটিং আর্টিলারি ইউনিটের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় বাংলাদেশের অভ্যন্তরে হোয়াইক্যং উনচিপ্রাং বাজারসংলগ্ন ব্রিজ এলাকায় কক্সবাজারগামী একটি ব্যাটারিচালিত টমটম তল্লাশি করা হয়।
এসময় সিটের নিচে লুকানো অবস্থায় ২১ হাজার ২০০ পিস ইয়াবাসহ চালককে আটক করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, মাদক সরবরাহকারী ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
উদ্ধারকৃত ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


