back to top

নেপালে তুষারধসে ৭ পর্বতারোহীর মৃত্যু

প্রকাশিত: ০৪ নভেম্বর, ২০২৫ ১৪:৪৭

নেপালে তুষারধসে অন্তত ৭ জনের পর্বতারোহীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে আছেন বিদেশি পর্বতারোহীও। ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪ জন।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর জানা গেছে, সোমবার উত্তর-পূর্ব নেপালের ইয়ালুং রি শৃঙ্গে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখনও নিখোঁজ আছেন চার জন

বাগমতি এলাকার দোলাখা জেলার রোলওয়ালিং উপত্যকায় অবস্থিত ৫৬৩০ মিটার উঁচু এই শৃঙ্গের বেস ক্যাম্প এলাকায় এ তুষারধসের ঘটনা ঘটে।

কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুসারে, এই অভিযাত্রী দলে ছিলেন মোট ১২ জন। তাদের মধ্যে পাঁচ জন পর্বতারহী এবং সাত জন নেপালি গাইড। ওই দলে ছিলেন কানাডা, জার্মানি এবং ইতালির পর্বতারোহীও।

ওই এলাকার ডেপুটি পুলিশ সুপার জ্ঞান কুমার মাহাতোকে উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, ইয়ালুং রি শৃঙ্গে নিহতদের মধ্যে আছেন এক জন ফরাসি পর্বতারোহী এবং দুই নেপালি গাইড।

নেপালের পর্যটন দফতরের কর্মকর্তা সোমবার জানিয়েছেন, ওই দলে থাকা পর্বতারোহী স্টেফানো ফারোনাতো এবং আলেসান্দ্রো ক্যাপুটো পশ্চিম নেপালের ৬,৮৮৭ মিটার (২২,৫৯৫ ফুট) উঁচু পানবারি পর্বত আরোহণের চেষ্টা করছিলেন । খারাপ এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যে অভিযান চলার সময়ে সেখানে তুষারধস নামে। এই ঘটনায় নিখোঁজ আছেন ইতালির পর্বতারোহী-সহ চার জন।

নেপালের পর্যটন বিভাগের কর্মকর্তা হিমাল গৌতম জানিয়েছেন, নিখোঁজ পর্বতারোহীদের সন্ধান চলছে। ওই নিখোঁজদের সন্ধানে হেলিকপ্টারে করে অভিযান চলাচ্ছে নেপাল পুলিশ। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। মঙ্গলবারও সেখানে অভিযান চালানো হবে।

সূত্রের খবর, ওই দুর্ঘটনা ঘটে শনিবার। সোমবার সন্ধ্যা পর্যন্ত পাঁচ জনকে উদ্ধার করা হয়। তবে এই অভিযাত্রী দলের নেতা অক্ষত আছেন। তুষারধস নামার সময়ে তিনি ছিলেন বেস ক্যাম্পে।

নেপালের ট্রেকিং এজেন্সি সংগঠনের সভাপতি সাগর পাণ্ডে জানিয়েছেন, গত মঙ্গলবার থেকে ওই এলাকায় প্রবল তুষারপাত শুরু হয়। তাতে আটকে পড়েন এক হাজার পর্যটক এবং ট্রেকার। তাদের উদ্ধার করা হয়েছে।