back to top

পদত্যাগ করে নির্বাচন করবেন অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৫ ০৮:৩৭

অ্যার্টনি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন মো. আসাদুজ্জামান।

বুধবার (৫ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মো. আসাদুজ্জামান বলেন, আমি ভোট করবো, আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখনও। আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে গিয়ে আমি ভোট করবো। যখন সময় আসবে, তখন করবো।

নির্বাচনে অংশের নেওয়া বিষয়ে তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কাছে নমিনেশন চেয়েছি। আমি আশাবাদী নমিনেশন পাবো।