চট্টগ্রামের হাটহাজারীতে চাঞ্চল্যকর আবদুল হাকিম হত্যাকাণ্ডের ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে বালুমহালের নিয়ন্ত্রণ ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল জানান, হাটহাজারী থানার মদুনাঘাটে গত ৭ অক্টোবর সংঘটিত ব্যবসায়ী আব্দুল হাকিম হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ।
যৌথভাবে অভিযান চালিয়ে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, হাকিম হত্যাকাণ্ডের পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে প্রাপ্ত প্রাথমিক তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত শুরু করে।
৩১ অক্টোবর রাউজান থেকে আব্দুল্লাহ খোকন প্রকাশ ল্যাংড়া খোকনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে খোকন হাকিম হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করে এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
পরে, গত ২ নভেম্বর রাউজানের চৌধুরীহাট থেকে হত্যাকাণ্ডে জড়িত মো. মারুফকে গ্রেপ্তার করা হয়। মারুফও পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রের অবস্থান সম্পর্কে তথ্য দেয়। যা মো. সাকলাইন হোসেনের হেফাজতে ছিল।
পরবর্তীতে ৪ নভেম্বর রাউজানের নোয়াপাড়া থেকে মো. সাকলাইন হোসেনকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একনলা বন্দুক, একটি এলজি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
উল্লেখ্য, এই হত্যার ঘটনায় ইতোমধ্যে জিয়াউর রহমানসহ মোট চারজন আসামি গ্রেপ্তার হয়েছে। এছাড়া আরও ১০-১২ জন আসামির পরিচয় শনাক্ত হয়েছে জানায় পুলিশ।
