back to top

মিরসরাইয়ে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি

প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৫ ১৪:২৩

চট্টগ্রামের মিরসরাইয়ে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

বুধবার (৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার মিরসরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড গোবানিয়া এলাকায় আবুধাবি প্রবাসী মীর হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাত ৩টা থেকে ৪টার মধ্যে ছয়জন সশস্ত্র ডাকাত প্রবেশ করে। তারা ঘরের দরজা ভেঙে প্রবেশ করে পরিবারের তিন সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-মুখ বেঁধে ফেলে।

ভুক্তভোগী মাসুদা আক্তার বলেন- আমি আমার ছেলে মারুফ, মেয়ে সানজিদা ও নাতনিকে নিয়ে ঘুমাচ্ছিলাম।

হঠাৎ ছয়জন মুখোশধারী ডাকাত ঢুকে ছেলেকে বেঁধে ফেলে, আমাকে ও মেয়েকে পাশের কক্ষে ফেলে রাখে।

এরপর তারা ছেলের গলায় ছুরি ধরে হত্যার হুমকি দেয় এবং আমার কানের দুল, গলার চেইন, মেয়ের গহনা, দেড় ভরি স্বর্ণালঙ্কার, নগদ সাড়ে নয় হাজার টাকা, তিনটি মোবাইল ফোন ও একটি হাতঘড়ি লুট করে নিয়ে যায়।

তিনি আরও জানান, ডাকাতদল ঘরে ঢোকার সময় বাইরে আরও কয়েকজন পাহারায় ছিল। ডাকাতরা চলে যাওয়ার পর তারা কোনোভাবে বাঁধন খুলে প্রতিবেশীর বাড়িতে গিয়ে আশ্রয় নেন।

প্রতিবেশী মো. সেলিম উদ্দিন বলেন- সকালে গিয়ে দেখি ঘরের আলমারি ও জিনিসপত্র তছনছ অবস্থায় পড়ে আছে। পরিবারটি এখনো আতঙ্কে রয়েছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন- খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।