back to top

মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী আটক

প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৫ ১৪:৩৯

কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছে।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন মহেশখালীর সদস্যরা মহেশখালী থানার পানিরছড়া বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়।

জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।