মার্কিন যুক্তরাষ্ট্রের বেসরকারি খাতে কর্মসংস্থান প্রতিবেদন শ্রমবাজারে দুর্বলতার ইঙ্গিত দেওয়ায় এবং বছরের শেষের দিকে আরেক দফা সুদের হার কমানোর সম্ভাবনা বাড়ায় শুক্রবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে।
একইসঙ্গে দেশটিতে দীর্ঘস্থায়ী সরকারি কার্যক্রম বন্ধ থাকায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদাও বৃদ্ধি পেয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, এদিন সকাল ৯টা ৪১ মিনিটে (বাংলাদেশ সময়) স্পট গোল্ডের দাম বেড়ে দাঁড়ায় প্রতি আউন্স ৩ হাজার ৯৯৪ দশমিক ০৩ ডলার, যা ০ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি।
তবে পুরো সপ্তাহে স্বর্ণের দাম সামান্য ০ দশমিক ৩ শতাংশ কমেছে। গত ২০ অক্টোবর রেকর্ড ৪ হাজার ৩৮১ দশমিক ২১ ডলার থেকে এখন পর্যন্ত প্রায় ৮ শতাংশ কমেছে স্বর্ণের মূল্য।
ডিসেম্বর সরবরাহের জন্য মার্কিন স্বর্ণ ফিউচারসের দাম ০ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৪ হাজার ৪ দশমিক ৪০ ডলারে।
গত অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রে সরকারি ও খুচরা খাতে চাকরি হারানোর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি গ্রহণ এবং ব্যয় কমানোর কারণে ছাঁটাই বেড়েছে বলে বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়।
এএনজেড ব্যাংকের পণ্য কৌশলবিদ সোনি কুমারী বলেন, “বেসরকারি চাকরির তথ্য দেখাচ্ছে যে ডিসেম্বর মাসে সুদের হার কমানোর সম্ভাবনা প্রবল। এ কারণেই স্বর্ণের দামে কিছুটা সহায়তা দেখা যাচ্ছে।”
প্রতিবেদনে বলা হয়েছে, ডলারের মান প্রধান মুদ্রাগুলোর বিপরীতে হ্রাস পেয়েছে। সরকারি শ্রমবাজারের তথ্য না থাকায় বিনিয়োগকারীরা বেসরকারি সূচকে পাওয়া দুর্বলতার ইঙ্গিতেই প্রতিক্রিয়া দেখাচ্ছেন।
দুর্বল চাকরির বাজার সাধারণত সুদের হার কমানোর সম্ভাবনাকে বাড়ায়। বর্তমানে বাজারে ধারণা করা হচ্ছে, ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক (ফেড) সুদের হার কমানোর সম্ভাবনা ৬৯ শতাংশ, যা আগের সেশনের প্রায় ৬০ শতাংশ থেকে বেড়েছে।
এর আগে গত সপ্তাহে ফেড সুদের হার কমায় এবং চেয়ারম্যান জেরোম পাওয়েল ইঙ্গিত দেন, এটি হয়তো বছরের শেষ হার কমানো হতে পারে।
অর্থনৈতিক সূচক এবং দীর্ঘমেয়াদি সরকারি কার্যক্রম স্থবিরতা (শাটডাউন) এখন বাজারের নজরে রয়েছে, যা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়াচ্ছে বলে মন্তব্য করেন কুমারী।
সরকারি অচলাবস্থার কারণে বর্তমানে যুক্তরাষ্ট্রে ইতিহাসের দীর্ঘতম শাটডাউন চলছে, ফলে বিনিয়োগকারী ও ফেডারেল রিজার্ভ এখন বেসরকারি সূচকের ওপর নির্ভর করছে।
সাধারণত সুদের হার কমে গেলে এবং অর্থনৈতিক অনিশ্চয়তা দেখা দিলে ফলনহীন সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা বৃদ্ধি পায়।
অন্যদিকে, শুক্রবার স্পট সিলভারের দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪৮ দশমিক ৩১ ডলার হয়েছে, যদিও সাপ্তাহিক হিসেবে তা ০ দশমিক ৭ শতাংশ কম।
প্লাটিনামের দাম ০ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫৩৪ দশমিক ২১ ডলারে (সাপ্তাহিক পতন ২%), আর প্যালাডিয়ামের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৯ দশমিক ৩৩ ডলারে, যা সাপ্তাহিক হিসেবে ০ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে।

