back to top

চট্টগ্রামে অস্ত্রসহ ৩ আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৫ ০৬:৪১

চট্টগ্রামের ‎রাঙ্গুনিয়া উপজেলায় দেশীয় তৈরি একটি আগ্নেয়াস্ত্র, ৪টি মোবাইল ও একটি মোটরসাইকেলসহ ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রাতে উপজেলার পদুয়া ইউনিয়নের ভাণ্ডারী গেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারৃতরা হলেন-নোয়াখালীর হাতিয়ার সুখচর ইউনিয়নের মৃত মো. ওহাবের ছেলে মো. নাছির (৩৪), একই জেলার হাতিয়ার উত্তর চর ইশ্বর রায় বাসু কবিরাজের বাড়ির মৃত জাকের হোসেনের ছেলে মো. বিটু (২৫) ও দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ইউনিয়নের পশ্চিম খুরুশিয়া এলাকার মৃত ইসলামের ছেলে মাহবুব আলম (২৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মো. সেলিম। তিনি বলেন, গ্রেপ্তার আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।