চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকা হতে অস্ত্র ও গাজাসহ সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম বুইশ্যার অন্যতম সহযোগী মোহাম্মদ ইয়াছিন (২৭)কে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট কাঁচা বাজার সংলগ্ন ওয়াহিদ আকবর বিল্ডিংয়ের নির্মাণাধীন ফ্ল্যাট হতে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
এসময় তার কাছে রক্ষিত একটি দেশীয় একনলা সচল বন্দুক, পাঁচটি কার্তুজ, একটি চাপাতি, ছয়শত পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় আরও ৬ জন পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাতক আসামিদের নাম-ঠিকানাসহ গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে অভিযান অব্যাহত রেখেছেন বলে জানায় পুলিশ।

