back to top

জামালখানে অবৈধ ৬০ দোকান অপসারণ, বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৫ ১৪:১১

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন চেরাগি পাহাড় মোড় থেকে জামালখান খাস্তগীর স্কুল পর্যন্ত ভ্রাম্যামান আদালতের অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

এসময় জনভোগান্তি সৃষ্টি করা ৬০টি অবৈধ ভ্রাম্যমাণ দোকান অপসারণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ শুক্রবার দিনব্যাপী অভিযানের নেতৃত্ব দেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান। অভিযানে চসিকের পরিচ্ছন্ন বিভাগ সার্বিক সহায়তা করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল বিধায় চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে দোকানগুলো অপসারণ করে ব্যস্ততম সড়ক জনসাধরেণের চলাচলের পথ উন্মুক্ত করা হয়।

পাশপাশি যেসব স্থায়ী দোকানের মালিক অবৈধভাবে নিজ সীমার বাহিরে সম্প্রসারিত করে রাস্তা-ফুটপাত দখল করেছেন সেগুলোর মালিকদের বর্ধিত অংশ অপসারণের নির্দেশনা দেয়া হয়েছে।

নগরীজুড়ে এধরনের অভিযান চলমান থাকবে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়।