back to top

ক্যাটরিনা-ভিকির নতুন অতিথির ভবিষ্যদ্বাণী করল জ্যোতিষী!

প্রকাশিত: ০৯ নভেম্বর, ২০২৫ ০৫:০৯

সদ্য মা হয়েছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। নতুন অতিথি নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। এবার তাতে ঘি ঢেলে দিলেন ভারতীয় এক জ্যোতিষী।

গণনা করে জানিয়ে দিলেন ক্যাটরিনাপুত্রের ভবিষ্যৎ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ভারতের জনপ্রিয় এক নিউমারোলজিস্ট, সঞ্জয় বি জুমানি জানিয়েছেন ৭ সংখ্যাটি ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে।

ক্যাটরিনার জন্মদিন ১৬ জুলাই, অর্থাৎ ৬+১= ৭ সংখ্যা। ভিকি কৌশলেরও তাই। তার জন্ম ১৬ মে, সেটাও ৭ সংখ্যা। তাদের সন্তান জন্ম নিল সেই ৭ তারিখেই।

ফলে ৭ সংখ্যার সঙ্গে এই তারকা জুটির যে এক বিশেষ যোগ আছে সেটা নিঃসন্দেহে বলা যায়। তাদের তিনজনের ক্ষেত্রেই শুভ সংখ্যা এটি।

জ্যোতিষশাস্ত্র মতে, একরত্তি ৭ নভেম্বর সকাল ৮টা ২৩ মিনিটে জন্মেছে । অর্থাৎ সে রোহিনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছে। এই নক্ষত্র সমৃদ্ধির প্রতীক। রোহিনী নক্ষত্রের জাতকেরা আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হয়। তারা দারুণ সৃজনশীল এবং বুদ্ধিমান হন। স্বাধীনচেতা স্বভাবেরও হন তারা।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বাবার বাড়ির দিকের তুলনায় এই জাতকদের মা এবং মামাবাড়ির দিকে টান বেশি থাকে।

যেহেতু সৃজনশীলতা এদের মধ্যে থাকে তাই লেখালিখি, আঁকা, বা যেকোনো ধরনের সৃজনশীল কাজের সঙ্গে এঁরা যুক্ত থাকেন।

আর সেই কাজকে পেশা হিসেবে বেছে নিলে সাফল্য আসবেই। কী ভাবছেন এতটুকুই? জ্যোতিষীদের মতে রোহিনী নক্ষত্রে জন্মগ্রহণকারীরা জনপ্রিয়তা পান সহজেই।

এতে স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় ভিক্যাট পুত্র আগামীর তারকা হতেই পারে। শুক্রবার (৭ নভেম্বর) সন্তান জন্ম দেন ক্যাটরিনা। সুখবরটি নিজেরাই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তারা।