back to top

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৩

প্রকাশিত: ০৯ নভেম্বর, ২০২৫ ০৭:৩৯

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকায় মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২০-২৫ জন নেতাকর্মী।

খবর পেয়ে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে মিছিল থেকে ৩ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

আটক তিনজন হলেন-পাঁচলাইশের আজিজুল হক বাবুলের পুত্র আনোয়ারুল হক ঈশান (১৭), একই এলাকার প্রদীপ চন্দ্র দাশের ছেলে রাজন দাশ (১৯) ও প্রিয় লাল চন্দ্র ভৌমিকের ছেলে সৈকত চন্দ্র ভৌমিক (১৯)।

পুলিশ জানায়, আজ রোববার (৯ নভেম্বর) সকাল পৌণে ৭টার সময় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের ২০-২৫ জন নেতা-কর্মী চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামনে থেকে একটি মিছিল বের করে ষোলশহর স্টেশনের দিকে যেতে থাকে।

খবর পেয়ে পাঁচলাইশ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের ধাওয়া দেয়। ঘটনাস্থল থেকে হাতেনাতে তিনজনকে আটক করা সম্ভব হলেও বাকিরা পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান বলেন, “মিছিল থকে তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে। বাকিদের সনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।