back to top

পারিবারিক বিরোধে ছেলের হাতে বাবা খুন

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫ ০৬:৪১

ছেলের হাতে বাবা খুন! হৃদয়বিদারক ওই ঘটনার সাক্ষী হলো মাদারীপুর জেলার শিবচর উপজেলা বাঁশকান্দি ইউনিয়ন বাসী!

মানবতা আজ নরকে আটক হয়ে রয়েছে! ঘটনাটি উপজেলার বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মির্জারচর (পঞ্চগ্রাম) এলাকায় সংঘটিত হয়।

রবিবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২ টার দিকে নিজ ছেলের হাতে নৃশংসভাবে খুন হয় বাবা মতি মিয়া (৬৫)।

হত্যাকারী ফারুক মিয়া (২৭) চাপাই নবাবগঞ্জের ভোলার হাট থানার বড়োহাটি এলাকার মৃত ওই মতি মিয়ার মেঝ ছেলে। লাশের পাশে বসে থাকা অবস্থাতেই তাকে গ্রেফতার করে শিবচর থানার পুলিশ একটি দল।

গ্রেপ্তারকৃত ফারুক বলেন, পারিবারিক নোংরা ঘটনার কারণে তাঁকে হত্যা করা হয়েছে। বিকেল থেকেই এই পরিকল্পনা নিয়ে রাতে ঘুমাতে যায় বলে তিনি জানান।

পরে ঘুমন্ত অবস্থায় বাবাকে কোদাল দিয়ে উপর্যুপরি কোপের মাধ্যমে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করা হয় বলে জানান।

বাড়ির মালিকের ছোটো ছেলে রাকিব জানান, গত বুধবার ফরিদপুর থেকে তাদের দুইজনকে জমিতে রসুন লাগানোর জন্য বদল৭ হিসেবে আনা হয়। ভালো কাজই করতে ছিলো তাঁরা।

তাদের মাঝে কোনো সমস্যা আছে, এটা কখনোই বুঝা যায় নাই। আজ রাতে যথারীতি নয়টা সারে নয়টার দিকে রাতের খাবার খেয়ে পাশের কাচারি ঘরে ঘুমাতে চলে যায়।

আমি আমাদের ঘরের বারান্দায় ঘুমানো ছিলাম। হঠাৎ গোঁংড়ানির শব্দ পেয়ে ঘুম ভেঙে যায়। ভালো করে খেয়াল করে কাচারি ঘরে ওই শব্দ নিশ্চিত হয়ে ঘর থেকে বেরিয়ে ওই ঘরের দরজায় ধাক্কা দিয়ে ঘরে প্রবেশ করে ওই ঘটনা দেখতে পাই।

পরে আমার চিৎকারে প্রতিবেশী সবাই বেরিয়ে আসে। এরপরে আমি থানায় ফোন দিলে দ্রুত সময়ের মধ্যে তাঁরা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, ১২.৩০ টার দিকে একটা ফোন পেয়ে ঘটনার বিবরণ ও ঠিকানা জেনে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে আমার টিম নিয়ে উপস্থিত হই। পরে লাশটি উদ্ধার করে সুরতহাল নোট লিখে উপস্থিত সাক্ষীগণের সাক্ষী নিয়ে লাশ থানার আনার ব্যবস্থা করা হয়।

স্থানীয়দের সহযোগিতায় আসামিকে গ্রেফতার করা হয়। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।