চট্টগ্রাম বন্দরের সেবামূল্যে গড়ে ৪১ শতাংশ শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
রবিবার (৯ নভেম্বর) এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল জারি করে এই আদেশ দেন।
আদালতের আদেশে বলা হয়, বন্দর কর্তৃপক্ষের গত ৩০ সেপ্টেম্বরের মাশুল বাড়ানোর সিদ্ধান্তের কার্যক্রম এক মাসের জন্য স্থগিত থাকবে।
পাশাপাশি, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ (রুল) জারি করা হয়েছে।
এর আগে, গত ১৪ সেপ্টেম্বর প্রকাশিত গেজেটে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্দরের বিভিন্ন ধরনের সেবায় গড়ে ৪১ শতাংশ মাশুল বৃদ্ধি করে। নতুন মাশুল অনুযায়ী, কনটেইনার পরিবহনের ফি সবচেয়ে বেশি বৃদ্ধি পায়।
পরে বন্দর কর্তৃপক্ষ ৩০ সেপ্টেম্বর একটি সার্কুলার জারি করে, যেখানে উল্লেখ করা হয় যে ১৫ অক্টোবর থেকে নতুন মাশুল কার্যকর হবে।
এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ মেরিটাইম ল সোসাইটি নামের একটি সংগঠন অক্টোবর মাসে হাইকোর্টে রিট দায়ের করে।
শুনানিতে আদালত প্রাথমিকভাবে রিট গ্রহণ করে শুল্ক বৃদ্ধির কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করার নির্দেশ দেন।


