back to top

৭-০ গোলের বিশাল জয়ে বিশ্বকাপে নকআউট পর্বে আর্জেন্টিনা

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫ ১৪:৪৩

অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে দাপুটে পারফরম্যান্সে শেষ ষোলো নিশ্চিত করল আর্জেন্টিনা। কাতারের দোহার আসপায়ার একাডেমি মাঠে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফিজিকে উড়িয়ে দিয়েছে লাতিন কিশোররা।

দিয়েগো প্লাসেন্তের দল প্রতিপক্ষকে হারিয়েছে বিশাল ৭-০ ব্যবধানে। ম্যাচে হ্যাটট্রিক করেছেন উরিয়েল ওহেদা, জোড়া গোল করেছেন মাতো মার্তিনেজ।

ম্যাচের শুরু থেকেই একচেটিয়া আধিপত্য দেখায় আর্জেন্টিনা। চতুর্থ মিনিটেই গোল পেলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। ১০ মিনিটে পেনাল্টি মিস করেও দলকে পিছিয়ে পড়তে দেননি ওহেদা।

১৭ মিনিটে সান লরেঞ্জোর এই মিডফিল্ডারই শট নিয়ে প্রথম গোলটি করেন। এরপর শুরু হয় গোলের বন্যা। ৩০ ও ৪৪ মিনিটে মাতো মার্তিনেজের দুটি দারুণ গোল প্রথমার্ধেই ব্যবধান বাড়িয়ে দেয় ৩-০ তে।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে আর্জেন্টিনা। ৫৭ ও ৮৮ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ওহেদা।

শেষ সময়ে গোলের ধারা বজায় রাখেন সান্তিয়াগো সিলভেইরা (৮৯’) ও সিমোন এসকোবার (৯০’), তাতেই ৭-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তের তরুণরা।

তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ডি’-এর শীর্ষে থেকে শেষ ষোলোয় উঠেছে আর্জেন্টিনা। ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ বেলজিয়ামও জায়গা করে নিয়েছে পরের পর্বে।

এর আগে বেলজিয়ামকে ৩-২ ও তিউনিসিয়াকে ১-০ গোলে হারিয়েছিল লিওনেল মেসিদের উত্তরসূরীরা। তিন হারে কোনো পয়েন্ট না পেয়ে গ্রুপের তলানিতে ফিজি।