back to top

পার্কভিউ হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা অপহরণ, আটক ৩

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫ ১৮:০৯

চট্টগ্রামে নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালের নিচতলা থেকে জোরপূর্বক টেনেহিঁচড়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ফয়সাল খানকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ।

ভুক্তভোগী ফয়সাল মাহমুদের (৩০) বাবা বাদী হয়ে থানায় মামলা দায়েরের পর সোমবার সন্ধ্যায় পাঁচলাইশ থানাধীন কাতালগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

আটককৃতরা হলেন, আশরাফুল আমিন (২৯), মো. তারিক আসিফ (২৭) ও শাহাদাত হোসেন শান্ত (২০)।

এর আগে রবিবার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে কিছু যুবক কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছাত্রলীগের সভাপতি ও চট্টগ্রাম নগরে একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে হাসপাতাল থেকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

থানা পুলিশের ভাষ্য, একটি অপহরণকারী চক্র ছাত্রলীগের ওই নেতাকে পুলিশের কাছে সোপর্দ করার নামে ‘অপহরণ’ করে চট্টগ্রাম শহর থেকে অন্তত ২৫ কিলোমিটার দূরে রাউজানে নিয়ে যায়।

থানার ওসি মোহাম্মদ সোলাইমান সোমবার বিকেলে সাড়ে চারটার দিকে বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ফয়সাল খানকে অপহরণ করে রাউজান নিয়ে গিয়ে তার পরিবারের কাছে মোটা অংকের মুক্তিপণ দাবি করে।

পরে পুলিশের চাপের মুখে ১৫/১৬ ঘণ্টা পর অপহরণকারীরাই ছাত্রলীগের ওই নেতাকে থানায় এসে দিয়ে যান।

পরবর্তীতে ভুক্তভোগীর পরিবার মামলা দায়ের করলে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে অপহরণ ও মুক্তপণ দাবীর অপরাধে ৩ জনকে আটক করার তথ্য নিশ্চিত করেন ওসি।

এদিকে ফিল্মি স্টাইলে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতাকে তুলে নিয়ে যাওয়া প্রসঙ্গে নগর পুলিশের এক কর্মকর্তা বলেন, পার্কভিউ হাসপাতাল থেকে পাঁচলাইশ থানার দূরত্ব ২০০ ফুট।

যারা ছাত্রলীগ নেতাকে তুলে নিয়ে গেল তারা ২০০ ফুট দূরত্বে থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর না করে ২৫ কিলোমিটার দূরে রাউজানে কেন নিয়ে গেল?