back to top

চবিতে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল, কমেছে ন্যূনতম জিপিএ

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৫ ১৪:৪৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)র ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা (ওয়ার্ড কোটা) বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

একইসঙ্গে আবেদনের ন্যূনতম যোগ্যতা হিসেবে জিপিএ-র মান ০.৫০ পয়েন্ট এবং শতাধিক আসন থাকা বিভাগগুলোতে সর্বোচ্চ ১০০টি আসন নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, গত ৯ নভেম্বর উপাচার্যের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির দ্বিতীয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে অধ্যাপক ড. এনায়েত উল্যা পাটওয়ারী বলেন, “এ বছর এইচএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক না হওয়ায় আবেদন ও আসন সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে; যাতে অধিক শিক্ষার্থী সুযোগ পায়।”

তিনি বলেন, “প্রতিটি বিভাগে সর্বোচ্চ ১০০ আসন থাকবে, ধীরে ধীরে তা ৮০টিতে নামিয়ে আনা হবে। এছাড়া, ভর্তি পরীক্ষার ক্ষেত্রে পোষ্য কোটা সম্পূর্ণ বাতিল করা হয়েছে।”

গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের দাবিতে আন্দোলন করেন। এরই পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আগামী ১ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষার অনলাইন শুরু হবে, যা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। ২ জানুয়ারি ‘এ’ ইউনিট, ৩ জানুয়ারি ‘ডি’ ইউনিট, ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট ও ১০ জানুয়ারি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উপ-ইউনিটগুলোর মধ্যে– ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা ৫ জানুয়ারি, ‘বি-১’ ইউনিটের পরীক্ষা ৭ জানুয়ারি এবং ‘বি-২’ ইউনিটের পরীক্ষা ৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

প্রতিবারের ন্যায় এবারও চবির বাহিরে রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।