back to top

কালুরঘাটে চলন্ত ট্রেনের বগি থেকে পড়ে গেলেন স্টেশন মাস্টার

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৫ ১৪:৫১

চট্টগ্রামের কালুরঘাটে চলন্ত ট্রেনে মোবাইল ফোনে ভিডিও ধারণের সময় ট্রেন থেকে পড়ে রেল কর্মকর্তা ইকবাল হোসেন আহত হয়েছেন। তিনি লাকসাম জংশনের স্টেশন মাস্টার।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরের দিকে নগরের কালুরঘাট সেতুতে এ দুর্ঘটনা ঘটে। তিনি কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেসের যাত্রী ছিলেন। ট্রেন থেকে তিনি ভিডিও ধারণ করছিলেন। এমন সময় তিনি ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হন।

জানালী হাট রেল স্টেশন মাস্টার নেজাম উদ্দিন বলেন, ‘ইকবাল গার্ড ব্রেকের দরজায় দাঁড়িয়ে নিজের মোবাইলে ছবি তুলছিলেন, ঠিক তখনই তিনি পা পিছলে পড়ে যান।

পরে কালুরঘাট সেতুর গেটম্যান তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।’

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক নুরুল আলম আশিক বলেন, ইকবাল হোসেনকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি ট্রেন থেকে পড়ে আহত হয়েছেন বলে জানা গেছে।