ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এতে ব্যাংকের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। তবে টাকার ভোল্ট অক্ষত রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে উপজেলার পত্তন ইউনিয়নের চান্দুরা বাজার এলাকার গ্রামীণ ব্যাংক শাখায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গভীর রাতে ব্যাংক ভবনের ভেতর থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যায় এবং বিষয়টি পুলিশকে জানায়।
খবর পেয়ে বিজয়নগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ব্যাংকের চেয়ার-টেবিল, ফাইল ও কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র সম্পূর্ণভাবে পুড়ে যায়।
ব্যাংকের চান্দুরা ব্রাঞ্চের ম্যানেজার মো. কলিম উদ্দিন জানান, মঙ্গলবার রাত ২টার দিকে বাইরে থেকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
নাইটগার্ড বিষয়টি বুঝতে পেরে তাদের অবহিত করেন। তাৎক্ষণিক স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এরই মধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নেভায়। এ বিষয়ে থানায় লিখিতভাবে অভিযোগ করা হবে বলে জানান ওই কর্মকর্তা।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ব্যাংকের জানালা ভেঙে ভেতরে পেট্রল ঢেলে আগুন দিয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। টাকার ভোল্ট নিরাপদ রয়েছে। তদন্ত চলছে।”ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
