back to top

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় অভিযান, আটক ৭

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৫ ১২:২৪

জুলাইয়ের গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর চট্টগ্রাম নগরের বাসভবনে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় বাসভবন থেকে ৭ জনকে আটক করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে তিনটার দিকে নগরের ২ নম্বর গেট এলাকার চশমা হিলে এ অভিযান পরিচালনা করে পাঁচলাইশ থানা-পুলিশ।

পুলিশ জানায়, আগামীকাল বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিতে যোগ দেওয়ার উদ্দেশে কয়েকজন ওই বাসায় জড়ো হচ্ছেন—এমন একটি ফেসবুক পোস্টের সূত্র ধরে অভিযান চালানো হয়।

অভিযানের সময় বাড়ির সিসিটিভি ক্যামেরার ডিভিডিআর বক্স জব্দ করেছে পুলিশ।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘আমরা একটি ফেসবুক পোস্ট পেয়েছি, যেখানে বলা হয় ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে এখানে কিছু লোক জড়ো হচ্ছেন।

তথ্য ছিল, তাদের জন্য বাইরে থেকে খাবার আসছে। তবে আমরা সে ধরনের কিছু পাইনি। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হচ্ছে।’

পুলিশ আরও জানায়, মহিবুল হাসানের ছোট ভাই বোরহান ও বিএনপি নেতা নিয়াজ ‘ক্যাফে মিলানো’ নামে একটি রেস্তোরাঁ চালাতেন।

গত বছরের ৫ আগস্টের পর থেকে সেটি বন্ধ থাকলেও অনলাইনে খাবার বিক্রি চলছিল। আটক সাতজন ওই রেস্তোরাঁয় কর্মরত ছিলেন বলে দাবি করেছেন।

সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে মহিবুল হাসান চৌধুরী আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন।