back to top

কক্সবাজারে মার্কেটে আগুন

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৫ ০৪:৩৭

কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকায় শাহেরাজ মার্কেট নামে একটি বহুতল বিপণী বিতানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

মার্কেটটিতে ইলেকট্রনিকস, হার্ডওয়্যার, মেট্রেসসহ বিভিন্ন ধরনের পণ্যের দোকান রয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, রাত ১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছিল। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অন্তত তিনটি ইউনিট এবং সেনাবাহিনীর দুটি টিম ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কাজে অংশ নেয়। স্থানীয়রাও তৎপরভাবে সহায়তা করেন।

প্রত্যক্ষদর্শী খালেদ মোশাররফ জানান, “রাত সাড়ে ১১টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও অল্প সময় পরই বিকট শব্দে আবার ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতায় মানুষ দিকবেদিক ছুটতে থাকে।

উৎসুক জনতার ভিড়ের কারণে ফায়ার সার্ভিসের কাজ ব্যাহত হচ্ছিল। পরে মাইকিং করে লোকজনকে সরে যেতে বলা হয়। বিদ্যুৎ সংযোগ চালু থাকায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে।”

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর দায়িত্বরত ফায়ার ফাইটার মহিবুল্লাহ বলেন, “ঘটনার পরপরই আমাদের তিনটি অগ্নিনিবারক ইউনিট (গাড়ি) কাজ শুরু করে। সেনাবাহিনী ও পুলিশও উদ্ধার কাজে যোগ দেন।

রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ারসার্ভিস কক্সবাজারের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম বলেন, মার্কেটের দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়, তবে কিভাবে আগুন লেগেছে তা স্পষ্ট নয়। ক্ষয়ক্ষতি ও অগ্নিকাণ্ডের কারণ পরে জানা যাবে।

এ ঘটনায় দ্বিতীয় তলার একটি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হওয়ার পাশাপাশি নিচতলায় কিছু দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।