থাইল্যান্ডে চলছে ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসর, যেখানে ১২১টি দেশের প্রতিযোগীরা অংশ নিচ্ছেন। আয়োজনের অংশ হিসেবে প্রতিদিন চলছে নানা ধরনের কার্যক্রম ও ভোটিং পর্ব।
সেই ভোটিংয়ের ‘পিপলস চয়েজ’ বিভাগে চমক দেখিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পর্যন্ত মিথিলা পেয়েছেন দুই লাখ ৮১ হাজারেরও বেশি ভোট, যা তাকে নিয়ে গেছে দ্বিতীয় স্থানে। তিনি পেছনে ফেলেছেন চিলির প্রতিযোগী ইন্না মলকেকে।
আরও পড়ুন
তালিকার শীর্ষে রয়েছেন ইন্দোনেশিয়ার আহতিসা মানালো। তাকে টপকাতে মিথিলার প্রয়োজন আরও প্রায় ২৯ হাজার ভোট। দেশবাসীর কাছে সমর্থন চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আহ্বান জানিয়েছেন তিনি।
নিজের ফেসবুক আইডিতে মিথিলা লিখেছেন, বাংলাদেশের ১০ লক্ষ মানুষ যদি প্রতিদিন ১০টা করে ভোট দেয়, তাহলে ৭ দিনে কয়েক কোটি ভোট হবে।
১০টা ভোট দিতে সময় লাগে মাত্র ১০-১২ মিনিট। ১৮-১৯ কোটি মানুষের দেশে শুধুমাত্র ভোটের অভাবে যদি বাংলাদেশের প্রতিনিধি হেরে যায়, এটা কি মেনে নেওয়া যায়?
ভোট গ্রহণ চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। আশা করা হচ্ছে, এর মধ্যেই শীর্ষস্থানে পৌঁছাতে পারেন বাংলাদেশের এই সুন্দরী।
‘পিপলস চয়েজ’ ছাড়াও অন্যান্য বিভাগেও এগিয়ে আছেন মিথিলা। এর মধ্যে ‘বেস্ট ন্যাশনাল কস্টিউম’-এ তিনি প্রথম, ‘মিস কনজেনিয়ালিটি’ ও ‘বেস্ট ইভিনিং গাউন’-এ দ্বিতীয় এবং ‘বেস্ট স্কিন’-এ রয়েছেন তৃতীয় স্থানে।
ফুকেটের অনুষ্ঠান শেষে বর্তমানে পাতায়ায় অবস্থান করছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুটজয়ী এই মডেল ও অভিনেত্রী। ২ নভেম্বর থাইল্যান্ডে পৌঁছান তিনি।
প্রতিযোগিতায় নিজের সেরা পারফরম্যান্সের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বমঞ্চে উজ্জ্বলভাবে উপস্থাপন করতে চান মিথিলা।

