মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয়ের ফলসাটিয়া এলাকায় স্কুলবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা চালক দগ্ধ হন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মধ্যরাতে শিবালয়ের ফলসাটিয়া এলাকায় দি হলি চাইন্ড স্কুল অ্যান্ড কলেজের বাসে এ অগ্নিকাণ্ড ঘটে।
দগ্ধ চালকের নাম তাবেজ খান (৪৫)। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার বাড়ইবিকুরা এলাকার আবুল হোসেনের ছেলে।
জানা যায়, প্রতিদিনের মতো বাসটি মহাসড়কের পাশের পার্কিংয়ে রেখে ভেতরেই ঘুমাচ্ছিলেন চালক তাবেজ। মধ্যরাতে দুর্বৃত্তরা হঠাৎ বাসটিতে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং তাবেজের শরীরেও আগুন ধরে যায়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে বাসের ভেতর থেকে দগ্ধ চালককে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকার বার্ন ইউনিটে রেফার করা হয়েছে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শিবালয় থানার সাব-ইন্সপেক্টর (এসআই) সুমন চক্রবর্তী বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া এলাকায় দুর্বৃত্তরা একটি বাসে আগুন দিয়েছে।
বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক তাবেজ খান। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
