back to top

শ্রেয়া ঘোষালের কনসার্টে বিশৃঙ্খলা, অতঃপর…

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৫ ০৫:৫৭

কটকের ঐতিহ্যবাহী বালি যাত্রা মেলায় গত রোববার রাতে শ্রেয়া ঘোষালের লাইভ কনসার্টে হঠাৎ ঘটে বিশৃঙ্খলা।

গায়িকার বহুল প্রতীক্ষিত পারফরম্যান্স শুরু হতেই হাজারো দর্শক একসঙ্গে মঞ্চের সামনে ধেয়ে আসেন।

ভিড়ের চাপ এতটাই বেড়ে যায় যে শ্বাসকষ্ট ও ক্লান্তিতে দু’জন ব্যক্তি অচেতন হয়ে পড়েন। খবর বলিউড লাইফের।

ঘটনার সময় মঞ্চের সামনে থাকা ব্যারিকেডে প্রচণ্ড চাপ পড়ে এবং নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে থাকেন।

কেউ কেউ ব্যারিকেড টপকানোরও চেষ্টা করেন। অতিরিক্ত ভিড়ের কারণে অনেকে ভালভাবে দাঁড়াতেও পারছিলেন না, কেউ পড়ে যাচ্ছিলেন, আবার কেউ বাতাসের অভাবে শ্বাস নিতে কষ্ট পাচ্ছিলেন।

তবে দ্রুতই মেডিক্যাল টিম ও আয়োজকদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অচেতন দুজনকে হাসপাতালে নিয়ে যান।

পরে পুলিশ লাউডস্পিকারের মাধ্যমে দর্শকদের শান্ত থাকতে অনুরোধ করে এবং মঞ্চ থেকে দূরে বড় স্ক্রিনে অনুষ্ঠান দেখার পরামর্শ দেয়। আয়োজকরাও ভবিষ্যতে আরও কড়া ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

পরিস্থিতি সামাল দেওয়ার পর পরিবেশ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে।

ভিড়ের ভয়াবহতা দেখে অনেকেই আতঙ্কিত হলেও শ্রেয়া ঘোষাল অনুষ্ঠান বন্ধ না করে পারফরম্যান্স চালিয়ে যান এবং বাকিরা নিরাপদে কনসার্ট উপভোগ করেন।