back to top

পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ গেল যুবকের,গ্রেপ্তার ২

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৫ ০৭:৫০

চট্টগ্রাম মহানগরীর এনায়েত বাজারে পাওনা টাকা আদায় করতে গিয়ে ছুরিকাঘাতে আকাশ ঘোষ নামে এক যুবক খুনের ঘটনায় মূল অভিযুক্ত সানিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

শুক্রবার রাতে তাদের তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অপর আসামির নাম ইউসূফ।

শনিবার (১৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফফর হোসেন। বলেন, দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে নগরীর এনায়েত বাজার গোয়ালপাড়া এলাকায় মোবাইল সার্ভিসিংয়ের টাকা আদায় করতে গিয়ে খুন হন আকাশ ঘোষ নামের ওই যুবক।

জানা যায়, মোবাইল ফোনের ডিসপ্লে পরিবর্তন করার পর সানি নামের এক যুবক আকাশকে টাকা পরিশোধ করেনি। পাওনা টাকা চাইতে গেলে সানি ও তার সঙ্গে থাকা আরও কয়েকজন যুবক মিলে আকাশের ওপর হামলে পড়ে এবং তাকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আকাশকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।