back to top

চমেক প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী ১৭-১৮ জানুয়ারি

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৫ ০৮:০৬

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে ১৭ ও ১৮ জানুয়ারি দুই দিনব্যাপী প্রাক্তন শিক্ষার্থী সমাবেশ ও পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করার শেষ তারিখ ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

যেসব প্রাক্তন শিক্ষার্থী, চিকিৎসক, শিক্ষক দেশে এবং দেশের বাহিরে আছেন এবং এখনও রেজিস্ট্রেশন করেননি, তাঁদেরকে www.cmcian.com ওয়েবসাইটে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি অধ্যাপক (ডা.) এস এম তারেক ও সাধারণ সম্পাদক ডা. আশরাফুল কবির ভূঁইয়া এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান।

গত ৯ সেপ্টেম্বর কলেজ মিলনায়তনে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির পুনর্মিলনীর নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও সমিতির সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন।

চট্টগ্রাম নগরের প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ শুধু চিকিৎসক তৈরির কারখানা নয়, এটি এক জীবন্ত ইতিহাস- যেখানে মিশে আছে ত্যাগ, মানবতা আর প্রেরণার গল্প। এ প্রতিষ্ঠান গৌরবের ৬৮ বছরে পদার্পণ করেছে।