back to top

কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৫ ১১:২৪

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দুপুরে রাজধানীর হাতিরঝিল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফুয়াদ আহমেদ বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে গত বুধবার অর্থাৎ ১২ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন এবং সেই প্রেক্ষিতেই তাকে আজ গ্রেপ্তার করা হয়।

হিরো আলমের বিরুদ্ধে স্ত্রী রিয়া মনি বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে মামলাটি দায়ের করেছিলেন।

এই মামলায় হিরো আলমের সঙ্গে আহসান হাবিব সেলিম নামের আরেকজনকে আসামি করা হয়েছে এবং তার বিরুদ্ধেও আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

বাদী পক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী এ প্রসঙ্গে বলেন আসামিরা আগে নেওয়া জামিনের শর্ত ভঙ্গ করেছেন। তারা ঠিকমতো আদালতে হাজিরা দিচ্ছিলেন না।

এজন্য বাদী পক্ষ তাদের জামিন বাতিল চেয়ে আদালতে আবেদন করলে শুনানি শেষে আদালত জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

মামলার বিবরণ অনুযায়ী সম্প্রতি হিরো আলম ও বাদী রিয়া মনির মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এরপর হিরো আলম বাদীকে তালাক দিয়ে তার বাসা থেকে বের করে দেন।

গত ২১ জুন বাদীর পরিবারের সঙ্গে মীমাংসার জন্য হাতিরঝিল থানাধীন একটি বাসায় তাদের ডাকা হয়। সেই সময় হিরো আলমসহ ১০-১২ জন অজ্ঞাতনামা ব্যক্তি বাদী ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালাগাল করেন।

এরপর তারা বাদীর বর্তমান বাসায় বেআইনিভাবে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন। অভিযোগে আরও বলা হয়েছে এ সময় তার গলায় থাকা দেড় ভরি ওজনের সোনার চেইন চুরি করা হয়।

এই ঘটনাগুলোর প্রেক্ষিতে ২৩ জুন বাদী রিয়া মনি হাতিরঝিল থানায় মামলাটি দায়ের করেন। গ্রেপ্তার হওয়া হিরো আলমকে আজই আদালতে সোপর্দ করা হতে পারে।