back to top

শাহানশাহ্ হক ভাণ্ডারী ইবতেদায়ী মাদরাসায় বিদায় সংবর্ধনা সম্পন্ন

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৫ ১৫:২৭

ফটিকছড়ি সুয়াবিল শাহানশাহ্ হক ভাণ্ডারী ইবতেদায়ী মাদরাসার ২০২৫ শিক্ষাবর্ষে ইবতেদায়ী ৫ম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল মাদরাসার নিজস্ব হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

মাদরাসার সহকারী শিক্ষক মোহাম্মদ আবদুল আজিজ আসিফ এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ বেলাল উদ্দিন কোম্পানি।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়জুল ইসলাম বাচ্চু।

আরো উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র সদস্য মোহাম্মদ লোকমান হোসেন ফকির, আলহাজ্ব মোহাম্মদ ফুল মিয়া, মোহাম্মদ আবদুস সালাম মেম্বার, মোহাম্মদ মোজাম্মেল হক, শাহজাহান উদ্দিন শান্ত, জিয়াউর রহমান, খোরশেদুল আলম, শাহাদাত হোসেন বাবলু প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন,শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট অসহায় ও দুস্থ মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এই ট্রাস্টের মাধ্যমে এতিম ও অনাথ শিশুদের জন্য আবাসন ও শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। দরিদ্র পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে এবং নানা রকম মানবিক ও সামাজিক উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট ও সচিব মুহাম্মদ আমিরুল ইসলাম রিয়াজ এর মোনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।