সময়ের সাথে সাথে কঠোর থেকে আরও কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি। যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে এখন ২০ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ।
তিনি জানান, সোমবার (১৭ নভেম্বর) এই পরিকল্পনা ঘোষণা করা হবে। রোববার (১৬ নভেম্বর) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সানডে টাইমসকে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই দেশে অবৈধভাবে আসবেন না, নৌকায় চড়ে আসবেন না, মূলত এই বার্তা দেওয়ার জন্যই সংস্কারগুলো করা হচ্ছে।
তিনি আরও বলেন, অবৈধ অভিবাসন আমাদের দেশকে বিভক্ত করছে এবং সরকার হিসেবে দেশকে ঐক্যবদ্ধ রাখা আমাদের দায়িত্ব।
তিনি সতর্ক করে বলেন, আমরা যদি এটি সমাধান না করি, দেশ আরও বিভক্ত হয়ে পড়বে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনে আশ্রয়প্রার্থী ও ছোট নৌকায় চ্যানেল পাড়ি দেওয়া মানুষের সংখ্যা কমাতে এই বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে।
নতুন পরিকল্পনা অনুযায়ী, আশ্রয়প্রাপ্তদের শুধু অস্থায়ীভাবে যুক্তরাজ্যে থাকতে দেওয়া হবে। তাদের শরণার্থী মর্যাদা নিয়মিত পর্যালোচনা করা হবে। যাদের নিজ দেশে নিরাপদ বলে বিবেচিত হবে, তাদের ফিরিয়ে দেওয়া হবে।
ব্রিটেনে বর্তমানে শরণার্থী মর্যাদা পাঁচ বছরের জন্য দেওয়া হয়। এরপর তারা স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারেন।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এই প্রাথমিক মেয়াদ পাঁচ বছর থেকে কমিয়ে আড়াই বছর করতে চান। এছাড়া এটি নিয়মিত পর্যালোচনা করা হবে।
তবে এখন স্থায়ী বসবাসের যোগ্যতা পাওয়ার সময়সীমা পাঁচ বছর থেকে বাড়িয়ে ২০ বছর করার পরিকল্পনা করছে ব্রিটেন সরকার।

