back to top

চট্টগ্রাম বন্দর রক্ষায় মশাল মিছিল,হরতাল-অবরোধের হুঁশিয়ারি!

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫ ০৯:০৪

চট্টগ্রাম বন্দরের লাভজনক নিউমুরিং কনটেইনার টার্মিনালসহ (এনসিটি) কোনো স্থাপনা বিদেশি অপারেটরের কাছে হস্তান্তরের প্রক্রিয়ার বিরুদ্ধে মশাল মিছিল করেছে চট্টগ্রাম বন্দর শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

শনিবার (১৫ নভেম্বর) রাতে নগরীর ফকিরহাট এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি বড়পুল এলাকায় গিয়ে শেষ হয়।

বিক্ষোভকারীরা ‘গো ডিপি ওয়াল্ড গো’, ‘লাভজনক বন্দর বিদেশিদের হাতে দিব না’ স্লোগানসহ মশাল হাতে প্ল্যাকার্ড নিয়ে উপস্থিত ছিলেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে আগামী ২২ নভেম্বর চট্টগ্রামে শ্রমিক কনভেনশনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, ‘বন্দর বিদেশিদের হাতে গেলে দেশের রাজস্ব আয় ক্ষতিগ্রস্ত হবে এবং তা জাতীয় সার্বভৌমত্বের জন্য হুমকি।’

তারা উল্লেখ করেন, এনসিটি ও লালদিয়ার চর টার্মিনালকে ডিপি ওয়ার্ল্ডসহ কোনো বিদেশি কোম্পানির হাতে ইজারা দেওয়ার সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না।

তাদের দাবি, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃদপিণ্ড, তাই কোনো অবস্থাতেই বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না।

বক্তাদের অভিযোগ, এটি বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকার এক মাসের জন্য বন্দর এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে।

আওয়ামী লীগ সরকার বিনা টেন্ডারে ডিপি ওয়ার্ল্ডকে টার্মিনাল দিতে উদ্যোগ নিয়েছিল। এখন কেন অন্তর্বর্তী সরকার সেই চুক্তির প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে, তার ব্যাখ্যা দিতে হবে।

সভাপতির বক্তব্যে জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘নিজস্ব অর্থায়নে নির্মিত ও প্রযুক্তিসম্পন্ন এনসিটি দেশের সবচেয়ে লাভজনক টার্মিনাল। একে বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া আত্মঘাতী সিদ্ধান্ত।’

জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেন, ‘নির্বাচিত সরকারই দেশের স্বার্থে সিদ্ধান্ত নিতে পারে। বর্তমান সরকার নির্বাচিত নয়, তাই জাতীয় সম্পদ নিয়ে তারা কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে না।’

সমাবেশে ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি), চট্টগ্রাম জেলার সভাপতি ও শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত প্রধান উপদেষ্টাকে উদ্দ্যশ্যে করে বলেন, আমাদের আর লাল-নীল স্বপ্ন দেখাবেন না। বন্দর নিয়ে আর বেশি বাড়াবাড়ি করবেন না। এনসিটি-লালদিয়ার চর ইজারা দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করুন, না হলে হরতাল-অবরোধের মাধ্যমে দেশ অচল করে দেওয়া হবে।

বক্তব্য রাখেন স্কপের যুগ্ম সমন্বয়ক রিজওয়ানুর রহমান খান।