চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া থানাধীন খুটাখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের সামনে থেকে প্রায় ৩০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে তল্লাশি অভিযান পরিচালনা করে এসব ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি এক্স মাইক্রোবাসও জব্দ করে পুলিশ।
গ্রেপ্তার নুরুল হক (৩৩) উখিয়া থানাধীন রাজাপালং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সোর্সের তথ্যে মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের সামনে তল্লাশি চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় ২৯ হাজার ৯১০ পিস ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ নুরুল হক নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

