back to top

বাকলিয়ায় চসিকের অভিযানে জরিমানা গুণল নিউ মায়ের দোয়া বেকারি

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫ ১২:২৮

চট্টগ্রামের বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে নিউ মায়ের দোয়া নামক একটি বেকারিকে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে পরিচালিত অভিযানে এ অর্থদণ্ড দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বেকারির ভেতরে নোংরা পরিবেশ, লেবেলবিহীন রং ও ফ্লেভারসহ বিভিন্ন রাসায়নিক ব্যবহার, স্বাস্থ্যবিধি না মানা এবং ট্রেড লাইসেন্স হালনাগাদ না করার বিষয় পাওয়া যায়।

এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়।