আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনের (বোয়ালখালী, চান্দগাঁও) বিএনপি’র মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব এরশাদ উল্লাহ ও ধানের শীষ সমর্থনে বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডের খঞ্জপাড়া কাশিমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী সেন্টার এবং কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার আমুচিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে খঞ্জপাড়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আমুচিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আবুল মনসুর চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন শিকদার।
আমুচিয়া ইউনিয়ন বিএনপি নেতা আবুল বশির সেরুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমুচিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুনায়েম চৌধুরী, রেজাউল করিম মুন্সি, আবুল হাশেম, ডাক্তার মোস্তাফিজুর রহমান, খোকন চৌধুরী, জামাল উদ্দিন, রণজিত মাস্টার, বিএনপি নেতা শহিদুল ইসলাম সাহেদ, সফিউল আলম মাঝি, বোয়ালখালী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রোকন উদ্দিন, আমুচিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মুহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক সোলায়মান সিকদার, বাবুল দে, প্রদীপ দে মনা, মোস্তাক আহমেদ, নুরুজ্জামা, নাজিম উদ্দীন, মোরশেদ, বাবু, মাসুম, কাদের, টিটু ভান্ডারী, মাহাবুব আলম, গোলাম রহমান প্রমুখ।
সভায় সর্ব সম্মতিক্রমে আবুল বশির সেরুকে সেন্টার কমিটির প্রধান সমন্বয়ক, ডাক্তার মোস্তাফিজুর রহমানকে কো-সমন্বয় হিসেবে মনোনীত করা হয়।

