back to top

টেকনাফে মানবপাচার চক্রের ৪ নারী সদস্য আটক, জিম্মি ৮ জন উদ্ধার

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৫ ০৮:২৮

কক্সবাজারের টেকনাফে মানবপাচারের উদ্দেশ্যে জিম্মি রাখা নারী ও শিশুসহ ৮ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং মানবপাচারকারী চক্রের ৪ নারী সদস্যকে আটক করেছে বিজিবি।

আটকরা হলেন- টেকনাফ সাবরাংয়ের আসমা (১৯), শাবনূর (২০), জহুরা (৪৩) এবং সাহারা খাতুন (৬২)।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

তিনি জানান, সোমবার (১৭ নভেম্বর) গভীর রাতে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির বিশেষ অভিযান দল সাবরাং পানছড়ি এলাকায় মৃত আফাজ উদ্দিনের পুত্র আব্দুল মোতালেব প্রকাশ কালা বদ্দার বসতঘরে অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের কাছ থেকে নারী ও শিশু সহ ৮ জন ভুক্তভোগীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

অভিযানে ৪ জন পাচারকারীকে আটক করা হয়। অভিযানের সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চক্রের আরও কয়েকজন সদস্য পালিয়ে যায়।

ভুক্তভোগীদের অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ জীবনসংহারি সমুদ্রযাত্রা থেকে তাৎক্ষণিকভাবে রক্ষা করা হয়।

লে. কর্নেল আশিকুর রহমান আরও জানান, উদ্ধার ৮ জন ভুক্তভোগীই বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের কার্ডধারী সদস্য।

তাদেরকে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।

তিনি যোগ করেন, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত সুরক্ষা, জননিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বদা বদ্ধপরিকর।