back to top

ওমানে প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যা নাকি আত্মহত্যা?

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৫ ০৭:৪৩

ওমানের মাস্কাটে বাংলাদেশি এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম আবুল মনছুর (৪৫)।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড়ের নোয়াত্যাপাড়া এলাকায়। তিনি ওই এলাকার আব্দুল মালেকের ছেলে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে ওমানের বোয়ালি এলাকায় নিজ কক্ষের পাশে একটি গলি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত প্রবাসী মনছুরের ২ কন্যা ও ১ ছেলে রয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, ভোরের নামাজে যাওয়ার সময় অন্যান্য রুমমেটরা আবুল মুনছুরের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়।

নিহতের পিতা আব্দুল মালেক জানিয়েছেন, তার ছেলে ঘটনার আগেও পরিবারের সবার সাথে হাসিখুশি কথা বলেছে।

দাদা হাজী কালাম জানান, তার নাতি কখনোই আত্মহত্যার মতো জঘন্য কাজ করতে পারেনা। এই ঘটনায় কোনো কারণ রয়েছে।

এদিকে মনছুর আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে তা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন নিহতের পরিবার।