back to top

চট্টগ্রামের সাবেক এমপি মহিউদ্দিন বাচ্চুর সহযোগী গ্রেপ্তার

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৫ ০৭:৪৯

চট্টগ্রাম-১০ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর সহযোগী ও আওয়ামী লীগ নেতা আবু বক্কর চৌধুরীকে (৫০) গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২১ নভেম্বর) রাতে নগরীর জাকির হোসেন সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবু বকর চৌধুরী (৫০) মৃত বোচন মিয়ার ছেলে।

গোয়েন্দা পুলিশ জানায়, জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থী ও বিক্ষোভকারীদের ওপর হামলা ও গুলি চালানোর ঘটনায় চান্দগাঁও থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

পরে তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়। তিনি পলাতক সাবেক এমপি মহিউদ্দিন বাচ্চুর ঘনিষ্ঠ সহযোগী এবং ওয়ার্ড আ. লীগ নেতা।

মামলার নথি অনুযায়ী, গত ১৮ মার্চ এজাজ খান নামে এক ব্যক্তি মোট ৫৩ জন আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকে আসামি করে মামলা করেন।

এতে সাবেক এমপি মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু এবং সাবেক সিসিসি মেয়র আজম নাছির উদ্দিনসহ অজ্ঞাত ২০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

মামলায় অভিযোগ আনা হয়— তারা গত বছরের ১৮ জুলাই শিক্ষার্থী-নেতৃত্বাধীন বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ওপর হামলা ও গুলি চালিয়ে হত্যাচেষ্টা করেন। ওই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়।

চান্দগাঁও থানা পুলিশের ওসি জাহেদুল কবির বলেন, মাঝরাতে আওয়ামী লীগ নেতা আবু বকরকে থানায় হস্তান্তর করেছে গোয়েন্দা পুলিশ।

তিনি চান্দগাঁও থানায় দায়ের হওয়া হত্যা চেষ্টার ও বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর মামলার এজাহারভুক্ত আসামি।