back to top

১৩২ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া, ৪০ রানের লিড ইংলিশদের

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৫ ০৬:০৬

অ্যাশেজের পার্থ টেস্টে রীতিমতো আগুন ঝরিয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পেসাররা।

সেই দাপটে আপাতত এগিয়ে আছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ১৭২ রানে গুটিয়ে যাওয়ার পরও ৪০ রানের লিড পেয়েছে বেন স্টোকসের দল।

শনিবার অস্ট্রেলিয়া নেমেছিল ৯ উইকেটে ১২৩ রান নিয়ে। ৪৯ রানে পিছিয়ে থেকে দিনের খেলা শুরু করে ৯ রানের ব্যবধান ঘুচাতেই অলআউট হয় স্টিভেন স্মিথের দল।

অস্ট্রেলিয়া ১৩২ রানে অলআউট হওয়ায় প্রথম ইনিংসে ৪০ রানের লিড পেয়েছে ইংল্যান্ড।

এর আগে রোমাঞ্চ নিয়ে শুরু হয় ২০২৫-২৬ সালে অ্যাশেজ টেস্ট সিরিজ। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে উইকেট পতনে ১৩৭ বছরের রেকর্ড ভাঙে।

বোলারদের দাপুটে দিনে প্রথম দিনে দুই দলের ১৯ উইকেটের পতন দেখেছে ক্রিকেটবিশ্ব। অ্যাশেজের প্রথম দিনে উইকেট পতনে আগের রেকর্ডটি ছিল ১৮ উইকেটের।

অ্যাশেজের প্রথম দিনে এর আগে লর্ডসে ১৮৮৮ সালে শুরুর দিনে ১৮ উইকেট হারিয়ে বসে দুই দল। এখন সিরিজটি পাঁচ ম্যাচের হলেও তখন সেই সিরিজটি ছিল তিন ম্যাচের।

প্রথম ম্যাচে সেবার ইংলিশদের বিপক্ষে ম্যাচটি ৬১ রানে জয় নিয়ে শুরু করলেও পরের দুই ম্যাচ ইনিংস ব্যবধানে হারে সফরকারী অস্ট্রেলিয়া।

পার্থে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ইংলিশদের ব্যাটিংয়ে ধস নামান গতিদানব মিচেল স্টার্ক। একাই সফরকারীদের ৭ ব্যাটারকে পকেটে পুরেন।

অস্ট্রেলিয়ার পতনে নেতৃত্ব দেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। অজিদের পাঁচ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া কার্স ৩ এবং আর্চার ২ উইকেট শিকার করেন।

অস্ট্রেলিয়ার পক্ষে প্রথম ইনিংসে সর্বোচ্চ ২৬ রান এসেছে অ্যালেক্স ক্যারির ব্যাটে। এছাড়া ক্যামেরন গ্রিন ২৪, ট্র্যাভিস হেড ২১ ও অধিনায়ক স্মিথ ১৭ রান করেন।

এর আগে ইংলিশদের পক্ষে হ্যারি ব্রুক ৫২, ওলি পোপ ৪৬ এবং জেমি স্মিথ করেছিলেন ৩৩ রান।