অ্যানফিল্ডে আবারও গত বছরের মতোই নিজেদের ঘরের মাঠে নটিংহাম ফরেস্টের কাছে ৩-০ গোলের হারে বিধ্বস্ত হলো প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল।
ম্যানসিটির বিপক্ষে হারের পর আন্তর্জাতিক বিরতিতে গিয়েছিল লিভারপুল। বিরতি শেষে শনিবার (২২ নভেম্বর) মাঠে নেমেও ঘুরে দাঁড়াতে পারল না ইয়ুর্গেন ক্লপের দল।
গত ৯ নভেম্বর ম্যানচেস্টার সিটির মাঠে ৩–০ ব্যবধানে হেরেছিল আর্নে স্লটের দল।
আরও পড়ুন
আজ বিরতির পর প্রথম দিনে লিভারপুল আবারও ৩–০ গোলে হেরেছে, এবার নটিংহাম ফরেস্টের কাছে। আগের ম্যাচটি ছিল সিটিরই মাঠে, আর আজ নিজেদের মাঠ অ্যানফিল্ডেই।
প্রিমিয়ার লিগে ১২ ম্যাচে এটি তাদের ষষ্ঠ হার, ফলে ১৮ পয়েন্ট নিয়ে তারা টেবিলের ৮ থেকে নেমে ১১ নম্বরে চলে গেছে। সমান ম্যাচ খেলে মৌসুমের তৃতীয় জয় দিয়ে নটিংহ্যাম উঠে এসেছে ১৯ থেকে ১৬ নম্বরে, রেলিগেশন জোনের বাইরে।
অ্যানফিল্ডে শুরু থেকেই রক্ষণ গুছিয়ে দ্রুত পাল্টা আক্রমণের কৌশল নেয় নটিংহাম । ৩৩ মিনিটে মুরিলোর গোলে এগিয়ে যায় দলটি।
বিরতির ঠিক পর, ৪৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নিকোলো সাভোনা।
৭৮ মিনিটে মর্গান গিবস-হোয়াইটের বাঁ পায়ের শটে তৃতীয় গোল হজম করে লিভারপুল, যা ম্যাচ থেকে তাদের পুরোপুরি ছিটকে দেয়।
এই জয়ের ফলে লিভারপুলের বিপক্ষে টানা তিন ম্যাচ অজেয় থাকল নটিংহাম। আগের সাক্ষাতে নিজেদের মাঠে ১-১ গোলে ড্র করেছিল দলটি।

