চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নে ফকির পাড়ায় আনারস ক্ষেত থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় নিখোঁজ ব্যবসায়ী আশরাফ আলী (৫০)র মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের দেয়া তথ্যে রবিবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে বাঁশখালী থানা পুলিশ।
নিহত আশরাফ আলী কালিপুর ইউনিয়নের ৯ ওয়ার্ডের ফকিরপাড়ার ফরিদ আহমদের বড় ছেলে। তিনি গরু-ছাগল লালন-পালন ও ডাবের ব্যবসা করতেন। সংসারে তার স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে।
অভিযোগ উঠেছে পারিবারিক দ্বন্ধের জেরে ব্যবসায়ীকে হত্যার পর মাটিচাপা দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী-সন্তান ও ভাইকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, আশরাফ আলী গতকাল শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন। ধারণ করা হচ্ছে- রাতের অন্ধকারে তাকে হত্যা করে আনারস ক্ষেতে লাশ চাপা দেওয়া হয়।
নিহতের মা হাসনা খাতুন বলেন, গত শুক্রবার বিকেল থেকে আমার ছেলেকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে জানতে পারি, বাড়ির পাশে লাশের অংশবিশেষ দেখা যাচ্ছে। সে দীর্ঘদিন থেকে পাগলামি করতো।
নিহতের চাচা রশিদ আহমদ বলেন, আমাদের ধারণা পারিবারিক কারণে এ ঘটনা ঘটেছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করেছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে। তদন্তে মূল ঘটনা জানা যাবে। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
