back to top

বাইসাইকেল কিকে দুর্দান্ত গোল ক্রিস্টিয়ানো রোনালদোর

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৫ ০৫:৫৮

সৌদি প্রো লিগের ২০২৫/২৬ মৌসুমে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে আল-নাসর। রোববার আল-আউয়াল পার্কে ষষ্ঠ স্থানের আল-খালিজকে ৪–১ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

ম্যাচের শেষ মুহূর্তে ক্রিস্টিয়ানো রোনালদোর চোখধাঁধানো বাইসাইকেল কিক স্বাভাবিকভাবেই সব আলো কেড়ে নেয়।

ম্যাচের শুরুতেই গোলের লক্ষ্যে লড়তে থাকেন জোয়াও ফেলিক্স। তার প্রথম প্রচেষ্টা হ্যান্ডবলের কারণে বাতিল হলেও ৩৯তম মিনিটে আর থামতে হয়নি। অ্যাঞ্জেলোর ক্রস ডান পায়ে পেয়ে ঠাণ্ডা মাথায় নিখুঁত ফিনিশ করেন তিনি।

তিন মিনিট পর আবারও গোল, এবার ফেলিক্সের আগ্রাসী প্রেসিং থেকে বল পেয়ে ওয়েসলি স্কোরলাইন ২–০ করেন।

দ্বিতীয়ার্ধ শুরু হতেই ম্যাচে ফিরতে চেষ্টা করে আল-খালিজ। ৪৭তম মিনিটে দুর্দান্ত এক শটে ব্যবধান কমান মুরাদ আল-হাওসাভি।

এরপর কয়েক দফা আক্রমণে আল-নাসরের গোলকিপার নওয়াফ আল-আকিদিকে পরীক্ষায় ফেলেও আর গোল পাওয়া যায়নি।

৭৭তম মিনিটে আবারও নিয়ন্ত্রণ নেয় আল-নাসর। সাদিও মানের দারুণ একটি লব শটে স্কোর হয় ৩–১।

আর যোগ করা সময়ে (৯০+৬ মিনিট) নওয়াজ বুশালের ক্রস থেকে রোনালদো দেখান তার ক্লাস। ৪০ বছর বয়সে চমকে দেওয়া এক বাইসাইকেল কিকে ম্যাচের শেষ গোলটি করেন তিনি।

এই ম্যাচে গোল করে ফেলিক্স ও রোনালদো দু’জনেই লিগে নিজেদের গোলসংখ্যা ১০–এ তুলেছেন। টানা নয় ম্যাচে নয় জয়-০মৌসুমে এখন পর্যন্ত আল-নাসরের গোল সংখ্যা ৩০, যা লিগে সর্বোচ্চ।

পরাজয়ের পরও আল-খালিজ টেবিলের ছয়ে রয়েছে, চার জয়, দুই ড্র আর তিন হারে তাদের পয়েন্ট এখন ১৪।

এদিকে আল-নাসরের জার্সিতে ১২৩ ম্যাচে রোনালদোর গোল হলো ১১০টি।

শুধু সৌদি প্রো লিগেই তার গোল ৮৪টি, ৮৬ ম্যাচে যা তাকে প্রতিযোগিতার ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতায় পরিণত করেছে।