চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেনার টার্মিনাল (এনসিটি), লালদিয়ার চর ও পানগাঁও টার্মিনাল বিদেশিদের কাছে হস্তান্তরের বিরোধে আন্দোলনরত ৪৭টি সংগঠনের নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান।
সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টা থেকে বন্দর ভবনের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়। আন্দোলন পরিস্থিতি নিয়ন্ত্রণ, উত্তেজনা প্রশমিত করা এবং দাবি–দাওয়া নিয়ে সমাধানের পথ খুঁজতেই এই বৈঠক চলছে।
বন্দর সূত্র জানিয়েছে, রবিবার বন্দর কর্তৃপক্ষ আন্দোলনকারী সংগঠনের নেতাদের আলোচনায় আহ্বান জানায়।
তবে নেতারা জানান—যেকোনো ধরনের বিদেশি প্রতিষ্ঠানকে বন্দরের টার্মিনাল হস্তান্তরের পরিকল্পনা বন্ধের বিষয়ে সুনির্দিষ্ট নিশ্চয়তা ছাড়া তারা আন্দোলন থেকে সরে আসতে চাচ্ছেন না।
সূত্রটি আরও জানায়, বন্দর চেয়ারম্যান নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনছেন। বৈঠক শেষ হলে সিদ্ধান্ত বা অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব হবে।
প্রসঙ্গত, বন্দর রক্ষা পরিষদের ডাকে আজ সোমবার সন্ধ্যায় হালিশহর, সল্টগোলা ও আগ্রাবাদ এলাকায় অবস্থান ধর্মঘট ও মশাল মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বন্দর প্রায় সকল গেটের প্রবেশমুখে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে স্কপ।

