বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবার নতুন গান ‘মন গলে না’ নিয়ে দর্শকদের সামনে আসছেন।
গত বছর তাহসানের সঙ্গে গাওয়া ‘রঙে রঙে রঙ্গিন হব’ গানটি সাড়া ফেলেছিল এবং সামাজিক মাধ্যমে ট্রেন্ডিং হয়ে ছিল।
সেই ধারাবাহিকতায় এবার ফারিণের নতুন উপহার হিসেবে হাজির হচ্ছে ‘মন গলে না’।
ইমরান মাহমুদুলের সুরে এই গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ করা হবে। সম্প্রতি গানটির একটি পোস্টার সামাজিক মাধ্যমে শেয়ার করে ফারিণ লিখেছেন, “ট্রেলার আসছে শিগগিরই।”
ফারিণ জানান, ‘‘গানের সব প্রস্তুতি সম্পন্ন। তবে সাম্প্রতিক ভূমিকম্পের কারণে দেশের মানুষ আতঙ্কিত। এই পরিস্থিতি কাটার পরই গানটি মুক্তি দেওয়া হবে। আশা করছি, ডিসেম্বরের প্রথম সপ্তাহে গানটি প্রকাশ করা সম্ভব হবে।’’
এটি ফারিণের নিজের প্রযোজনায় নির্মিত প্রথম গান। তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফড়িং ফিল্মস’-এর ব্যানারে গানটি ইউটিউবে প্রকাশিত হবে।
ফারিণ বলেন, “নিজের প্রযোজনায় কাজ করার কারণে বিশেষ যত্ন এবং ভালোবাসা দিয়ে এই গানটি তৈরি করেছি। প্রত্যাশাও স্বাভাবিকভাবেই বেশি।”
ফারিণের ক্যারিয়ারের সাম্প্রতিক সময় বিয়ের পর আরও সমৃদ্ধ হয়েছে। চলতি বছরের ঈদুল আজহায় ‘ইনসাফ’ সিনেমার মাধ্যমে ঢাকায় সিনেমায় অভিষেক হয় তার। এতে তিনি শরিফুল রাজের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন।
এছাড়া দেশের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে ‘প্রিন্স’ সিনেমায়ও আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন। ডিসেম্বরে সিনেমাটির শুটিং শুরু হবে।
আবু হায়াত পরিচালিত সিনেমার পাশাপাশি কলকাতার নির্মাতা অনিরুদ্ধ রায়ের একটি সিনেমাতেও কাজ করবেন। সেখানে ঢাকার অভিনেতা চঞ্চল চৌধুরীকেও দেখা যাবে।
ফারিণ বলেন, “গান এবং সিনেমা দুই-ই আমার জন্য গুরুত্বপূর্ণ। আপাতত গান ‘মন গলে না’-এর প্রতি দর্শকদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।
সিনেমার কাজও চলবে, ভালো গল্পের প্রকল্পের খবর শিগগিরই দেব ইনশাআল্লাহ।”
তাসনিয়া ফারিণের এই উদ্যোগ এবং নতুন গান দর্শক ও সংগীতপ্রেমীদের মধ্যে উৎসাহ এবং কৌতূহল সৃষ্টি করেছে।
সামাজিক মাধ্যম এবং ইউটিউবের মাধ্যমে গানটি মুক্তি পাওয়ার পর তার ফলোয়াররা গান ও ভিডিওর প্রশংসা করবেন বলে আশা করা যাচ্ছে।
