back to top

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৫ ০৫:৩৭

দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে শীত পুরোপুরি জেঁকে বসেছে। হিমালয়ের পাদদেশে অবস্থিত এ জেলায় গত কয়েকদিন ধরে হিমেল হাওয়া ও প্রচণ্ড আর্দ্রতার কারণে শীতের তীব্রতা বাড়ছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের অন্যতম কম তাপমাত্রা।

এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭–৮ কিলোমিটার।

ভোর থেকে হিমেল হাওয়া বইতে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে মিলেছে ঝলমলে রোদ।

তবে দিন ও রাতের তাপমাত্রার বড় পার্থক্য শীতের অনুভূতিকে আরও তীব্র করেছে।