back to top

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, ৯ শিশুসহ নিহত ১০

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৫ ০৫:৪৮

আফগানিস্তানের দক্ষিণ–পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় কমপক্ষে ১০ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে ৯ জনই শিশু।

সোমবার গভীর রাতে সীমান্তসংলগ্ন গোরবুজ জেলায় একটি বাড়িতে এই হামলা চলে বলে জানিয়েছে তালেবান সরকার।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরা-কে দেওয়া তথ্যের বরাতে তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, মধ্যরাতে পাকিস্তানের সামরিক বাহিনী স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়িতে সরাসরি বোমা নিক্ষেপ করে। এতে বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে মুজাহিদ লিখেছেন, “হামলায় পাঁচ ছেলে ও চার মেয়েসহ মোট নয় শিশু এবং একজন নারী নিহত হয়েছেন।”

তিনি আরও জানান, শুধু খোস্ত নয়—দেশটির উত্তর-পূর্বাঞ্চলের কুনার ও পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশেও একই রাতে একাধিক বিমান হামলা হয়েছে। এসব হামলায় অন্তত চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

তালেবান সরকার এই হামলাকে পাকিস্তানের ‘স্পষ্ট আগ্রাসন’ বলে উল্লেখ করেছে। পরিস্থিতি নিয়ে আফগানিস্তান–পাকিস্তান সীমান্তে আবারও উত্তেজনা বেড়ে গেছে।